*ঈমান 
ও অপরিহার্য দায়িত্ব। আজকের পৃথিবীতে যখন সংঘাত হয়ে উঠেছে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক, তখন একজন মুসলমানের জন্য স্বীয় আকিদা সংরক্ষণের প্রয়োজনীয়তা সর্বাধিক বেড়েছে। কেননা হাজারও মাজহাব-মতাদর্শের দ্বিধা-সঙ্কটের ধক্ষংসাত্মক, দুর্বিষহ জঞ্জালকে সযত্নে পাশ কাটিয়ে সত্যের দিশা পাওয়া এবং সত্য ও স্বচ্ছ দ্বীনের দিকে ফিরে আসা বিশুদ্ধ আকিদা অবলম্বন ব্যতীত অসম্ভব। আল্লাহ রাবক্ষুল আলামিন সব মুসলিম ভাইবোনকে সঠিক আকিদার ভিত্তিতে প্রতিষ্ঠিত স্বচ্ছ ঈমানের ওপর অটল থাকার তৌফিক দান করুন ও যাবতীয় শিরকি ও জাহেলি চিন্তাধারা থেকে আমাদের হেফাজত করুন। আমিন!